(Beta)
Sign In
0

a cartoon of a boy sitting on a bed next to a ghost

L
Lokesh Roy

Prompt

Title: কার্টুনের ভূত (The Cartoon Ghost)একদিন, রাজু নামের একটা ছেলেকে তার মা রাতে ঘুমাতে বললেন। কিন্তু রাজু ছিল খুব অবাধ্য। সে কার্টুন দেখতে বসে ছিল। রাত অনেক হয়েছে, মা বারবার বললেন, “রাজু, ঘুমাতে যাও!” রাজু শোনে না।তখন মা একটু মজা করার জন্য ভাবলেন। তিনি রাজুকে বললেন, “রাজু, শুয়ে পড়ো, নাহলে কার্টুনের ভূত এসে তোমাকে ধরে নিয়ে যাবে!”রাজু প্রথমে মায়ের কথা বিশ্বাস করলো না। সে ভাবলো, "কার্টুনের ভূত আবার কী!"হঠাৎ করেই টিভির পর্দায় কার্টুনের চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠল এবং রাজুর দিকে তাকিয়ে হাসতে লাগলো। রাজু ভয় পেয়ে গেল। সে ভাবলো, “এ তো সত্যিই কার্টুনের ভূত!”সে তাড়াতাড়ি টিভি বন্ধ করে, কম্বল মুড়িয়ে শুয়ে পড়ল। আর ভাবলো, “মা সত্যিই জানে কীভাবে আমাকে ঘুম পাড়াতে হবে!”মা হাসতে হাসতে বললেন, “এবার থেকে রাত জেগে কার্টুন দেখবে না তো?”রাজু বলল, “না মা, আর কখনো না!”

INFO

Type

Text-to-videoWj

Date Created

May 30,2024Wj

Dimensions

960×576pxWj

Model

SDXL
CKPT
SDXL
1.0
Run Count 818315

Recommended Prompt

Prompt 1: a boy who is alone in his bedroom, and he is lying in bed. suddenly, a white ghost appears and begins scaring the boy. the ghost's scary face and sudden appearance make the boy feel frightened, and he starts crying. the ghost continues to scare him, and the boy is unable to escape. the ghost's appearance is so scary that it leaves the boy feeling terrified and helpless. overall, portrays a scary and frightening experience for the boy, as he is unable to escape the ghost's terrifying presence.
Prompt 2: a boy who wakes up to find a ghost in his bed. the ghost then scares the boy, and the boy runs out of the room. the ghost follows him and scares him again. the boy then falls down and wakes up to find the ghost in his bed. the ghost then laughs at him. portrays a scary and tense situation where the ghost is terrorizing the boy, and the boy is running away from the ghost. the boy's fright, the ghost's laughter, and the boy's fall down can all be visualized, making quite engaging and scary.