0
a green parrot perched on a wooden board
Prompt
আর বোনের শ্বশুর বাড়ি থেকে নিতে এলে বলে দিও আমরা ফিরে এসে পৌঁছে দিয়ে আসব।
স্বামীদের উপদেশে সাত বউ মাথা দুলিয়ে বললো, তোমরা নিশ্চিন্তে বাণিজ্য সেরে এসো।
সাত ভাই বাণিজ্যে চলে গেল।
এদিকে ননদকে একাকী পেয়ে ছয় বৌ নানারকম দুর্ব্যবহার করতে লাগলো।
এইভাবে বেশ কিছুদিন কেটে গেল, কঙ্কাবতীর মনে সুখ নেই।
শ্বশুরবাড়িতে ফিরে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠল। এমনি একদিন একটা পালকি এসে তাদের বাড়ির সামনে দাঁড়ালো।
ছয় বউ পালকি দেখে বুঝতে পারল ননদকে নিয়ে যাওয়ার জন্য পালকি পাঠিয়েছে।
ছয় বউ তখন পালকির চালকদের বললো- ওর ভাইয়েরা বাড়ি নেই, এখন তো আমরা যেতে দিতে পারি না।
ভাইয়েরা আসুক, তারা বোনকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আপনারা ফিরে গিয়ে এই কথা বলুন ।
পালকিওয়ালা বললো- বৌদিমণির আত্মীয়ের বিয়ে, এমতাবস্থায় খালি গেলে রাজাবাবু অসন্তুষ্ট হবেন।
আপনারা বরং বৌদিমণিকে আজকের মত পাঠিয়ে দিন, আমরা আবার পৌছে দিয়ে যাব। এদিকে শ্বশুরবাড়ি থেকে পালকি এসেছে শুনে কঙ্কাবতী সাজগোজ শুরু করে দিল।
ছয় বউ মনে মনে ভাবল কয়েকটি দিনের তো মামলা, তার পরেই ফিরে আসবে তখন আবার শায়েস্তা করা যাবে,
এই ভেবে তারা কঙ্কাবতীকে বাধা দিল না।
INFO
Type
Text-to-videoWj
Date Created
November 8,2023Wj
Dimensions
1024×576pxWj
Model
CKPT
Stable Diffusion
v2.1
Run Count 56687
Recommended Prompt
Prompt 1: a green parrot sits on a wooden perch in a cage, looking relaxed and happy. its bright green plumage stands out against the blurred background.
Prompt 2: a green parrot sits on a wooden perch in a cage, its bright green plumage and beak standing out against a blurred background. the parrot looks relaxed and happy.