0
a man and a woman with a little girl
Prompt
এক ধনী ব্যবসায়ী ছিল। তার ছিল প্রচুর ধন সম্পত্তি। আর ছিল অনেক লোকজন, ঝি-চাকর গাড়িঘোড়া ইত্যাদি। তার একটা বড়ো কুকুরও ছিল। কুকুরটা ছিল খুবই প্রভুভক্ত। সে মনিবের সব লোকজনদের পাহারা দিত। কেউ কাজে ফাঁকি দিলে, জিনিসপত্তর ভেঙে ফেললে বা চুরি করলে ঘেউঘেউ করে ডেকে মনিবকে জানিয়ে দিত। আর কুকুরটার প্রধান কাজ ছিল খুব ভোরে মোরগ ডেকে ওঠবার সঙ্গে সঙ্গে সকলকে জাগিয়ে দেওয়া। ফলে লোকজনদের আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকা চলত না। উঠে পড়তে হত সকাল না হতেই। আর উঠেই মনিবের কাজে লেগে যেতে হত।অত সকালে উঠে শীত নেই, বর্ষা নেই কাজ করা। ব্যবসায়ীটির লোকলস্করদের আর সইছিল না। তারা মতলব আঁটছিল কীভাবে কুকুরটাকে জব্দ করা যায়। অনেক ভেবেচিন্তে শেষে তারা কুকুরটির খাবারে একদিন বিষ মিশিয়ে মেরে ফেলল। তারা • ভাবল—এবার বাঁচা গেল, রাত ভোর হবার আগে আর তাদের উঠতে হবে না। কিন্তু এতে ফল হল উলটো। মনিব বেজায় রেগে গেলেন। তিনি ব্যাপারটা বুঝতে পারলেন। তারপর একটা ব্যবস্থা নিলেন। রাত দ্বিতীয় প্রহর থেকেই তিনি তার লোকজনদের উঠিয়ে কাজে লাগিয়ে দিতেন। মিষ্টি করে, মুখে বলতেন—ওরে তোরা উঠে পড়, রাত আর নেই। অনেক কাজ, সব পড়ে রয়েছে।
INFO
Type
Text-to-videoWj
Date Created
October 7,2024Wj
Dimensions
1280×768pxWj
Recommended Prompt
Prompt 1: a family of three posing for a picture, with a man and a woman on either side of a little girl. the girl is wearing a gold dress and has a chain around her neck. the family seems happy as they smile at the camera. the man is wearing a pink dress, while the woman is wearing a yellow and blue dress. the background consists of a white and grey patterned wallpaper. overall, portrays a happy and loving family.
Prompt 2: a family of three posing for a picture. the man is wearing a checkered shirt, and the woman is wearing a yellow dress. the little girl is wearing a pink frock. the family is standing in front of a gray background with white dots. the man is holding the little girl in his arms, and the woman is holding the little girl's hand. the man and the woman are both smiling, and the little girl is also smiling. the man is wearing a ring on his right hand. ends with the family posing for the camera.