(Beta)
Sign In
0

a picture of some buns on a table

S
SUBRATA GHOSH

Prompt

একটা পোড়া রুটি খেয়ে মানুষ কষ্ট পায় না বরং মানুষ কষ্ট পায় কর্কশ ও নিষ্ঠুর কথায়। জেনে রেখো, জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি।আমি কোনক্ষেত্রেই সেরা না বরং খুব কম ক্ষেত্রেই ভাল বলা যায়। আর সবার মতোই আমিও জন্মদিন এবং বিভিন্ন বার্ষিকীর তারিখ ভুলে যাই। এ জীবনে আমি যা শিখেছি সেটা হচ্ছে, আমাদের একে অপরের ভুলগুলোকে মেনে নিতে হবে এবং সম্পর্কগুলোকে উপভোগ করতে হবে।জীবন খুবই ছোট; প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোন মানেই হয় না। যে মানুষগুলো তোমাকে যথার্থ মূল্যায়ন করে তাদের ভালোবাসো আর যারা তোমাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হও।”

INFO

Type

Text-to-videoWj

Date Created

October 8,2024Wj

Dimensions

1280×768pxWj

Recommended Prompt

Prompt 1: a person sitting at a table with a loaf of bread in front of them. a person is seen putting a knife on the table, and then the person takes a bite of the bread. also features a person sitting at the table with a cup of coffee, and a person sitting at the table with a book. showcases different people in various settings, including a person sitting on a chair with a book, a person sitting on a chair with a cup of coffee, and a person sitting at a table with a loaf of bread.
Prompt 2: a person holding a loaf of bread and various text appearing on the screen. it also shows a person using a knife and a spoon to cut and eat the bread. ends with the person holding the bread in their hand.