0
jesus sitting down and talking to a little boy
Prompt
প্রতিদান – জসীমউদ্দীনআমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী; পথে পথে আমি ফিরি তার লাগি; দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মোর; আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাধি তার ঘর।আমার একুল ভাঙ্গিয়াছে যেবা আমি তার কুল বাধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি; সে মোরে দিয়েছে বিষ ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান; কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাদিঁয়া বেড়াই যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেধেছে আমি তার বুক ভরি, রঙ্গীন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী, তারি মুখ খানি, কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর, আপন করিতে কাদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
INFO
Type
Text-to-videoWj
Date Created
October 11,2024Wj
Dimensions
1280×768pxWj
Recommended Prompt
Prompt 1: a man kneeling down next to a boy. he is holding a piece of bread, and the boy is holding a cup. the man breaks the bread and gives it to the boy, who then dips the bread into the cup. the scene is set in a stone-walled area where the man is dressed in a robe.
Prompt 2: a man and a boy kneeling in front of a stone wall. the boy is seen holding a piece of bread and eating it while the man is seen eating something as well. the man then takes the bread from the boy and eats it himself. seems to be portraying a scene of a man teaching a child how to eat.