0
a person riding a camel in the desert
Prompt
পৃথিবীর যতোগুলো রহস্য ঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণ এগিয়ে। সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান; কয়েক কোটি বছর আগে তা ছিলো টেথিস সাগর! কিংবা বালুর রাজ্য খ্যাত সাহারা একসময় ছিলো সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ! আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব এখান দিয়েই রওনা হয়েছিলো ইউরোপের উদ্দেশ্যে। যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খুলেনি। অবাক করা সব তথ্য দিয়ে গোলক ধাঁধায় ফেলেছে মানুষকে। বাংলাদেশ জার্নালের এই আয়োজনে জানাবো সাহারা মরুভূমির ইতিবৃত্ত!আফ্রিকার ১২টি দেশের সীমানাজুড়ে সাহারা মরুভূমি। উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, মৌরিতানিয়া, ইরিত্রিয়া, সুদানের অংশে রয়েছে এই মরুভূমি। উত্তর আফ্রিকার ৩১ শতাংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর মোট আয়তন ৩৬ লক্ষ বর্গমাইল। ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে ৪২ লাখ বর্গমাইলে। যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান! ChromoxBOT-VideoPriority Queue TrialToday at
INFO
Type
Text-to-videoWj
Date Created
October 22,2024Wj
Dimensions
1280×768pxWj
Recommended Prompt
Prompt 1: a woman riding a camel in a desert landscape. the woman is dressed in an orange robe and has her hair braided in a ponytail. the sun is seen in the background, and the woman is seen looking off into the distance. the camel is walking slowly in the desert, and the woman is enjoying the ride.
Prompt 2: depicts a woman in an orange dress riding a camel in the desert. the sandy landscape is vast and the sun is shining brightly in the sky. the woman is seated on the camel, and the camel is tied to a rope. the woman appears to be enjoying the ride as she waves her arm and smiles. the camel is walking slowly in the desert, and the woman seems to be enjoying the experience. captures the beauty of the desert and the serenity of the surrounding landscape, making it an ideal visual representation of a desert safari ride.