(Beta)
Sign In
0

a man hitting a ball with a bat on a field

S
Suchitra das

Prompt

একটি ছোট্ট গ্রামে ছিল রাজু নামে এক ছেলে। তার ক্রিকেট খেলার প্রতি ছিল অদ্ভুত এক টান। গ্রামে সবাই তাকে "ক্রিকেট পাগল" বলেই ডাকত। রাজুর একটাই স্বপ্ন ছিল - সে একদিন বড় ক্রিকেটার হবে এবং তার দেশকে গর্বিত করবে।একদিন রাজু গ্রামের মাঠে একা একা প্র্যাকটিস করছিল। হঠাৎ মাঠের এক কোণে সে একটি পুরোনো ব্যাট পেল। ব্যাটটা ময়লা আর পুরনো হলেও রাজু মনে করল ব্যাটটা নিলে কোনো সমস্যা নেই। তাই পরিষ্কার করে নিয়ে খেলতে লাগল।সেদিন থেকেই রাজুর খেলা বদলে গেল। সে যেকোনো বলকে অবলীলায় ছক্কা মারতে শুরু করল। বোলারদের বল যেন তার ব্যাটের সামনে অসহায় হয়ে পড়ত। সবাই অবাক হয়ে দেখত। এমনকি গ্রামের বড় বড় খেলোয়াড়ও তার এই আশ্চর্য পারফরমেন্সে অবাক হয়ে গেল।একদিন রাজু সেই ব্যাট নিয়ে খেলতে খেলতে ভেবেছিল, "এই ব্যাটটাতেই নিশ্চয়ই কিছু জাদু আছে!" সন্ধ্যার সময় সে বাড়ি ফিরে এসে ব্যাটটা যত্ন করে রাখল। রাতে ঘুমোতে যাবার আগে হঠাৎ ব্যাট থেকে একটা নরম, উজ্জ্বল আলো বেরোতে লাগল। রাজু অবাক হয়ে দেখল ব্যাট থেকে একটি ছোট্ট পরী বেরিয়ে এলো। পরীটি বলল, "আমিই এই ব্যাটের জাদুর রহস্য। আমি ক্রিকেটের পরী, এবং আমি দেখেছি তুমি কতটা পরিশ্রম করছো। তোমার ইচ্ছাশক্তি আর

INFO

Type

Text-to-videoWj

Date Created

November 4,2024Wj

Dimensions

1280×768pxWj

Recommended Prompt

Prompt 1: a man in a white shirt and blue pants playing cricket. he is seen swinging a bat and hitting a ball. the man is also seen throwing the ball and walking away.
Prompt 2: a cricket player in a white cricket uniform and blue helmet, taking a swing at a cricket ball with a bat. he hits the ball with power and accuracy, sending it flying through the air. the man then gets up and runs, completing a successful run. captures the excitement and thrill of playing cricket, showcasing the skill and athleticism of the player. the man's uniform and helmet are visible, emphasizing the importance of safety in the sport. 's focus is solely on the cricket player's actions, and there are no other distractions or elements in the scene. overall, provides a visually stunning and engaging experience for viewers who are fans of cricket or sports in general.