(Beta)
Sign In
0

a road surrounded by trees with leaves on the ground

S
Samim55s

Prompt

মিনমিনে বৃষ্টি। বর্ষার জানানটা লাজুকভাবেই এলো। চলতি গাড়ির হেডলাইটে বৃষ্টি ভেজা সন্ধ্যার রাস্তায় রঙের উল্লাস। জামে আটকে পড়া রজ্জব অনেকক্ষন ধরেই সুরাইয়াকে খেয়াল করছে। সুরাইয়া কদম নিয়ে এ গাড়ি সে গাড়ি ছুটছে। চলতি পথে যতো বারই মেয়েটাকে দেখে ততোবারই তার ঘর বাঁধতে মন চায়। এমন বউ পেলে সারাদিন শেষে ডিম ভুনা কি ডাল চচ্চড়ি দিয়ে জীবনটা বেশ কেটে যেতো। ফুল লইবেন? সুরাইয়ার প্রশ্নটা একটু ঘুরিয়ে শুনতে পায় রজ্জব। তার মনে হয়, কিশোরীটি যেন বলছে, আমারে লইবেন? টেনিস বলের মতো রোঁয়া ওঠা নরম ফুলগুলোকে দেখে রজ্জব। বৃষ্টি ভেজা সুরাইয়াকেও দেখে নেয় প্রাণ ভরে। কতোগুলা আছে তোমার কাছে? পাশ থেকে আতিক আওয়াজ দেয়, ওস্তাদ সিগনাল ছাড়ছে। চুপ থাক। আতিক চুপ মেরে যায়, কিন্তু পেছনের গাড়িগুলো চুপ থাকে না। সমানে হর্ন দিতে থাকে। সুরাইয়া দ্রুত রজ্জবের গাড়ি ঘেষে দাঁড়ায়। পাশ দিয়ে একটা মাইক্রো বেরিয়ে যায় এক ঝলক কাদা পানি ছিটিয়ে। সুরাইয়ার চোখে ময়লা পানি ঢোকে। সে একবার উহ শব্দ করে পাশে সরে যায়। দীর্ঘ জামে আটকে পড়া গাড়িগুলো সিগনাল পেয়ে রুদ্ধশ্বাসে ছুটতে থাকে। একটা মিনিবাস পাশ থেকে জব্বরের পিকআপকে বাড়ি দেয়। জব্বর তাকিয়ে ছিলো সুরাইয়ার দিকে, সে টাল সাম

INFO

Type

Add 5 SecondsWj

Date Created

November 23,2024Wj

Dimensions

1280×768pxWj

Recommended Prompt

Prompt 1: captures a person walking along a path surrounded by yellowing trees. the camera captures the beauty of the fall season as it pans around. the yellow leaves fall from the branches as the person walks. showcases the serene beauty of nature.
Prompt 2: showcases a serene forest with a yellow-colored road surrounded by trees. the camera captures the beauty of the forest, with the sun shining through the trees and illuminating the road. also features a person walking down the road, adding to the peaceful atmosphere. the camera captures the beauty of the forest, with the sun shining through the trees and illuminating the road. is a visual treat for nature lovers and those who appreciate the beauty of the forest.