(Beta)
Sign In
0

a man with his hand up in the air in front of a crowd of people

A
akash islam

Prompt

প্রথম অঙ্ক৯৭যবনিকা উত্তোলনের অব্যবহিত পূর্বে আবহ সংগীতের পটভূমিতে নেপথ্যে ঘোষণা:ঘোষণা: এক স্বাধীন বাংলা থেকে আর এক স্বাধীন বাংলায় আসতে বহু দুর্যোগের পথ আমরা পাড়ি দিয়েছি; বহু লাঞ্ছনা বহু পীড়নের গ্লানি আমরা সহ্য করেছি। দুই স্বাধীন বাংলার ভেতরে আমাদের সম্পর্ক তাই অত্যন্ত গভীর। আজ এই নতুন দিনের প্রান্তে দাঁড়িয়ে বিস্মৃত অতীতের পানে দৃষ্টি ফেরালে বাংলার শেষ সূর্যালোকিত দিনের সীমান্ত রেখায় আমরা দেখতে পাই নবাব সিরাজউদ্দৌলাকে। নবাব সিরাজের দুর্বহ জীবনের মর্মন্তুদ কাহিনি আমরা স্মরণ করি গভীর বেদনায়, গভীর সহানুভূতিতে। সে কাহিনি আমাদের ঐতিহ্য। আজ তাই অতীতের সঙ্গে একাত্ম হবার জন্য আমরা বিস্মৃতির যবনিকা উত্তোলন করছি।প্রথম দৃশ্য১৭৫৬ সাল: ১৯এ জুন।সময়: ১৭৫৬ সাল, ১৯এ জুন। স্থান ফোর্ট উইলিয়ম দুর্গ।[শিল্পীবৃন্দ: মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে-ক্যাপ্টেন ক্লেটন, ওয়ালি খান, জর্জ, হলওয়েল, উমিচাঁদ, মিরমর্দান, মানিকচাঁদ, সিরাজ, রায়দুর্লভ, ওয়াটস)(নবাব সৈন্য দুর্গ আক্রমণ করছে। দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা শোচনীয়। তবু যুদ্ধ না করে উপায় নেই। তাই ক্যাপ্টেন ক্লেটন দুর্গ প্রাচীরের এক অংশ থেকে মুষ্টিমেয় গোলন্দাজ নিয়ে কামান চালাচ্ছেন। ইংরেজ সৈন

INFO

Type

Text-to-videoWj

Date Created

November 24,2024Wj

Dimensions

1280×768pxWj

Recommended Prompt

Prompt 1: showcases a large group of people walking together in a river, with the sun setting in the distance. the individuals are holding their arms up in the air, and the scene is serene and peaceful. captures the beauty of nature and the joy of the people walking together, creating a sense of unity and connection.
Prompt 2: begins with a large group of people walking towards a body of water. as they approach, they raise their arms in the air, and the camera captures the beautiful sight of the sun rising over the water. the group then walks into the water, and the camera pans around to show the entire group. depicts a sense of community and unity as the group walks together towards the water, offering a stunning view of the sun rising over the water.