(Beta)
Sign In
0

a woman sitting at a table looking at her cell phone

M
Md. Shakhawat Hosen 1721714

Prompt

**শহরের ধোঁয়া আর মেঠোপথের প্রেম** রিফাত, ঢাকা শহরের এক কর্মজীবী তরুণ। প্রতিদিন সকালে অফিসের তাড়াহুড়ো, ট্রাফিকের ঝামেলা আর কাজের চাপের মাঝে জীবন যেন থেমে গেছে। তার দিনের শুরু হয় ব্যস্ততায়, আর শেষ হয় ক্লান্তিতে। একদিন অফিস থেকে ফিরে ফোনে স্ক্রল করতে করতে একটি গ্রামীণ পর্যটন স্থানের ভিডিও দেখে তার মন উড়ে গেল। সবুজ মাঠ, খেজুর গাছের সারি, আর মেঠোপথ দেখে মনে হলো, একটু মুক্ত বাতাসে দম নিতে হবে। পরের সপ্তাহে, রিফাত সিদ্ধান্ত নিল গ্রামে যাবে। তার বন্ধুর গ্রামের বাড়ি যশোরে। শহরের দমবন্ধ পরিবেশ থেকে বের হয়ে সে যাত্রা করল গ্রামের দিকে। **গ্রামের রূপ আর রহস্য** গ্রামে পৌঁছানোর পর রিফাত যেন এক অন্য জগতে চলে এল। সবুজ ধানক্ষেত, পুকুরপাড়, আর মেঠোপথে হাঁটতে হাঁটতে তার শহরের ক্লান্তি যেন উধাও হয়ে গেল। সেখানেই তার দেখা হলো অরিনার সঙ্গে। অরিনা গ্রামেরই মেয়ে, কিন্তু তার মনে এক অন্যরকম স্পন্দন। হাসিতে মিষ্টি, কণ্ঠে আত্মবিশ্বাস। প্রথম পরিচয়ে রিফাত তার কাছে জানতে চাইল, “এখানে এত শান্তি কিভাবে?” অরিনা হেসে বলল, “শান্তি খুঁজতে হলে শহরের চাকচিক্য ছেড়ে প্রকৃতির কাছে আসতে হবে।” তাদের প্রথম আলাপেই একটা বোঝাপড়া তৈরি হলো। এরপর শুরু হ

INFO

Type

Text-to-videoWj

Date Created

November 21,2024Wj

Dimensions

1280×768pxWj

Recommended Prompt

Prompt 1: a woman sitting at a table, writing on a piece of paper. she is wearing glasses and a white sweater. there are several books in the background, and a potted plant is also visible. the woman is using a cell phone to take a picture of the paper, and she appears to be enjoying her work.
Prompt 2: depicts a woman sitting at a desk with a notebook and writing tools. she appears to be working on a project, writing down various details while looking at her phone. the room is illuminated by sunlight, and the woman is wearing a white dress. ends with the woman finishing her project and looking off into the distance.