(Beta)
Sign In
0

a girl in a red dress walking under a tree

S
Shekha

Prompt

ChatGPTYou said:Bangla short story writtingChatGPT said:ChatGPTনির্জন বিকেলগাঁয়ের শেষ প্রান্তে বুড়ো বটগাছটির তলায় সন্ধ্যা পায়ে পায়ে নেমে আসে। দূর থেকে শোনা যায় ধান ভাঙার মেশিনের মৃদু গুঞ্জন। এমনই এক বিকেলে রূপা মাটির হাঁড়িতে পুকুর থেকে জল ভরে নিয়ে ফিরছিল। তার লাল শাড়ির আঁচল বাতাসে হালকা উড়ে যায়।গাঁয়ে রূপার নাম কে না জানে! মেয়েটি যেমন সুন্দর, তেমনই পরিশ্রমী। তবে তার মনটা খুব ভারী আজ। বড়ো শহর থেকে কাল রাতে চিঠি এসেছে। চিঠি লিখেছে তার বাবা। লিখেছে, "মেয়েটার বিয়ের ব্যবস্থা কর। আর দেরি ঠিক নয়।"রূপার পা থেমে যায়। চোখের কোণে জমে ওঠে জল। শহরের সেই অচেনা ছেলেটির নাম মনে পড়ে, যে মাস দুয়েক আগে এখানে বেড়াতে এসেছিল। বড়ো কথা বলত না, কিন্তু তার চাহনিতে যেন গল্প লুকানো ছিল। রূপার মন উড়ে গিয়েছিল তার দিকে।বটগাছের নিচে এসে রূপা হাঁড়ি নামিয়ে বসে পড়ে। তার চোখের সামনে ভেসে ওঠে সেই সন্ধ্যার স্মৃতি, যখন ছেলেটি তাকে বলেছিল, "তুমি বড্ড আলাদা। তোমার জীবনে যা কিছু ঘটুক, তোমার ভেতরের আলো কখনো নিভতে দিও না।"আকাশের পাখিরা দল বেঁধে উড়ে যায়। রূপা মুঠি শক্ত করে ধরে। মনে মনে বলে, "আমার সিদ্ধান্ত আমি নিজেই নেব। কেউ

INFO

Type

Text-to-videoWj

Date Created

November 26,2024Wj

Dimensions

1280×768pxWj

Recommended Prompt

Prompt 1: depicts a woman in a red dress walking through a grassy field. she walks past a tree and a large rock and then walks towards a cave.
Prompt 2: a woman in a red dress walking through a field of tall grass. she appears to be enjoying the peaceful surroundings, and the camera captures her from different angles. at one point, she walks through a small doorway, and the camera follows her as she continues to walk through the grassy field. emphasizes the woman's serene and peaceful demeanor, and the natural beauty of the field.