(Beta)
Sign In
0

a man standing on a beach looking at the ocean

N
Nusrat Jahan Zasia

Prompt

হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরেঅনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতেসেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পরহাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশাসবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতনসন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজনতখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;সব পাখি ঘরে আসে-- সব নদী-- ফুরায় এ-জীবনের সব লেনদেন;থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

INFO

Type

Text-to-videoWj

Date Created

November 27,2024Wj

Dimensions

1280×768pxWj

Recommended Prompt

Prompt 1: a man is seen standing on a beach, observing the waves rolling in. the sun is setting as the man looks out at the vast ocean, taking in the serene view. the waves are crashing onto the shore, and the man seems to be lost in thought. the sky is a beautiful shade of orange, and the man's hair is blowing in the wind. the sound of the waves and the seagulls chirping in the background adds to the peaceful atmosphere. the man stands there for a while, taking in the beauty of the moment before finally turning and walking away. captures the beauty of nature and the peacefulness of the moment.
Prompt 2: a man standing on a beach, watching the waves crash onto the rocks. the sun is setting in the background, casting a warm glow over the scene. the man appears to be lost in thought as he gazes out at the ocean. the waves are large and crashing, creating a mesmerizing display of white water. the beach is rocky and uneven, with patches of sand in between. the man is dressed in casual beach attire, wearing shorts and a t-shirt. the sunset casts a warm glow over the entire scene, creating a serene and peaceful atmosphere. captures the beauty and tranquility of the beach at sunset, with the sound of the waves providing a soothing backdrop. overall, is a serene and calming depiction of a man enjoying the beauty of nature.